তেরখাদায় আনসার ও ভিডিপি সমাবেশ ২০২২ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তেরখাদায় আনসার ও ভিডিপি সমাবেশ ২০২২ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খেলাধুলা

তেরোখাদা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফত হোসেন মুক্তি,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলার সহকারি কমান্ডার মোঃ মিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার প্রফুল্ল কুমার মালাকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনসার সদস্য মোহাম্মদ কায়কোবাদ, মোঃ ইমরান হোসেন৷মোঃ আলী হোসেন, মোঃ খালিদ মোল্লা। পরে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এ দিনে দুইশত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান।

পরে বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ পরিচালনা করেন আনসার সদস্য মোহাম্মদ নয়ন লস্কর। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আনসার ও ভিডিপি সমাবেশ সম্পন্ন হয়। এ দিনে ২ শত জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা কমান্ড্যান্ট সেলিমুজ্জামান বলেন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আগামী দিনেও দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা থাকবে। তিনি যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের সার্বিক সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.