বর্তমান সরকার সন্ত্রাস দমন ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছে তেরখাদা প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশের কৃতি ফুটবলার জনাব আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাব গ্রহণের পর থেকে দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ন ত্বরান্বিত করে দেশকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করেছেন। তিনি বলেন বর্তমান সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেছে ।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনার দূরদর্শিতা, বিচক্ষণতা ও নিরলস পরিশ্রমের কারণেই দেশবাসী এখন একটি স্বর্ণযুগ অতিক্রম করছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশের তৃণমূল জনপদ থেকে শুরু করে শহর পর্যন্ত রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের যে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে তা স্বাধীনতার পর অন্য কোন সরকারের আমলে সাধিত হয়নি। তিনি বলেন শেখ হাসিনা দেশের জনগণের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা কৃষিসহ সকল প্রকার সেবা প্রদান করে দেশবাসীর মন জয় করেছেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং একই সাথে তিনি জনগণের মাঝে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সংসদ সদস্য আব্দুর সালাম মূর্শেদী আজ ২৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম,চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান,
সরকারি নর্থ খুলনা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক মন্টু, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহী মোনতাছির মেহেরান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মোনায়েম আকন,ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন ও বুলবুল আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার
মোঃ সোহেল রানা,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, পল্লী বিদ্যুতের এজিএম বিদ্যুৎ মল্লিক, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।