খুলনা প্রতিনিধি : সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত ও ভাবমূর্তি ক্ষুন্ন করার নিমিত্তে অতীতের সকল দুর্নীতিকে ছাপিয়ে খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়ানের ১নং ওয়ার্ডের পশ্চিম পাড়া যুবসংঘ ক্লাবের নামে বরাদ্ধ কৃত ১,১৭,৬৬৬ /- টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় তেরখাদা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগে জানা যায় সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধন কৃত – (খু/৮৮/২০০০) এই ক্লাবটির নামে ২০২০-২০২১ অর্থবছরে স্থানয়ীও এমপি মহাদয়ের বরাদ্ধ কৃত ১ম পর্বের কাবিটা প্রকল্পের ১০নং ক্রমিকে উক্ত অর্থ এই ক্লাবটির নামে বরাদ্ধ হয়ে আসে। কিন্তু এই প্রকল্পের সমস্ত অর্থ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানার অবৈধ যোগসাজে তারই নিজস্ব অজ্ঞাত নামা ব্যাক্তির মাধ্যমে কোন কাজ না করে এই টাকা উত্তোলন করে তিনি আত্মসাত করেন, যাহা এই ক্লাবের কোন সদস্যই জানে না বলে অভিযোগ করেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ ব্যাপারে তিনি ক্লাবটির সার্বিক উন্নয়নের স্বার্থে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে খুলনা জেলা প্রসাশক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এছাড়া মাননীয় সংসদ সদস্য সহ, বিভাগীয় কমিশনার, দুদকপরিচালক এবং অন্যান্য কতৃপক্ষের নিকট সদয় অনুলিপি পাঠিয়েছেন এবং এই বিষয়ে আশু সমাধানের দাবী জানিয়ে অভিযুক্ত ব্যাক্তিদের যথাযথ আইনের আওতায় আনার মাধ্যেমে শাস্তির দাবি জানিয়েছেন ক্লাবটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ এলাকাবাসি। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযাগ করা হলে তিনি সংশ্লিষ্ট বিষয়ে তার অফিসে যেতে বলেন।
#খুলনা টিভি