দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের ৩ বছর মেয়াদি কমিটি সভাপতি-কামরুল ও সম্পাদক রসুল_khulnatv

দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের ৩ বছর মেয়াদি কমিটি সভাপতি-কামরুল ও সম্পাদক রসুল!

খুলনা বিভাগ

খুলনা জেলা ব্লাড ব্যাংকের আওতাধীন দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকে মোঃ কামরুল ইসলাম কে সভাপতি ও জি এম রসুল সানিকে সাধারন সম্পাদক করে তিন বছর মেয়াদি কমিটি যৌথ স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন জেলা সভাপতি-শেখ ফারুক ও সাধারন সম্পাদক মেহেদী হাসান।

প্রধান উপদেষ্টা মোঃ মোজাফফার হোসেন শেখ, উপদেষ্টা মন্ডলী, মোঃ আজগর হোসেন সাব্বির, জি এম ফয়সাল আলম, এ্যাডঃ কামাল হোসন, রতন মন্ডল, ডাঃ জাহিদ শেখ, মোঃ আসলাম শেখ। সহ- সভাপতি, রতন রায়, ফেরদৌস সানা,পাপ্পু সাহা, রবিউল ইসলাম মনা, মোঃ হাফিজ রহমান, জি এম আজম। যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ সেলিম রেজা, জি এম রমজান, সুপ্রিয় সরকার, মোঃ আরিফুর জামান,নুর ইসলাম বিশ্বাস, মোঃ রাসেল,মহাসিন ফকির,আরিফ গাজী, রম্মন আহমেদ, সাংগঠনিক সম্পাদক- জি এম রুমন, সহ- সাংগঠনিক সম্পাদক, মোঃ আলামিন, মোঃ আশিক, দপ্তর সম্পাদক- মোঃ জাহিদুল সানা, সহ- দপ্তর সম্পাদক, চন্দ্রা ভদ্র,তৈয়বুর সানা, নাসিমুল গাজী, নিয়ামত সানা। মহিলা বিষয়ক সম্পাদিকা- রত্না বাগচী, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা, জয়ন্তী গিতাদার, প্রচার সম্পাদক- চঞ্চল ভদ্র, সহ- প্রচার সম্পাদক, চন্দ্র শেখর, ইনামুল সরদার, সম্রাট, জসিম গাজী, নিরুপম মন্ডল, ইসমাইল সানা।

যুব বিষয়ক সম্পাদক- মোঃ মঈনুর শেখ, সহ-যুববিষয়ক সম্পাদক,মোঃ মইনুদ্দিন বিশ্বাস,মোঃ ডিকু,মিজান গাজী, মোঃ শামীম। অর্থ বিষয়ক সম্পাদক- বাদশা পাড়, সহ-অর্থ বিষয়ক সম্পাদক,মোঃ ইমন,মেহেদি গাজী, রিয়াজ সরদার, আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক- সজল সরদার,সহ -ক্রীড়া সম্পাদক,আসাবুর রহমান, হাসান শেখ, নয়ন মন্ডল। উল্লেখ্য যে, কমিটির সকল সদস্যবৃন্দ দাকোপ উপজেলার মানুষদের রক্তদান সেবা সহ নানাবিধ সেবা দেওয়ার নিমিত্তে কাজ করবে।

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.