খুলনা প্রতিনিধি : খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া যুবসংঘের টাকা আত্তসাৎ সংক্রান্তে গত ২৬/০৮/২০২১ ও ২৭/০৮/২০২১ তারিখে দৈনিক চৌকস পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় অভিযুক্ত ব্যাক্তিবর্গ গত ইংরেজী ২৯/০৮/২০২১ তারিখে সোনালী ব্যাংক তেরখাদা শাখায় সরকারের উদ্বৃত্ত তহবিলে প্রকল্প হতে আত্মসাৎ কৃত ১ লক্ষ ১৭ হাজার ৬ শত ৬৬ টাকা সরকারি কোষাগারে জমা করে। বিষয়টি সোনালী ব্যাংক ম্যানেজার এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন। কিন্তু এলাকাবাসীর প্রশ্ন যে, কোন ধরণের কাজ না করে কিভাবে এই প্রকল্পের টাকা উত্তলোন করা হল। এলাকাবাসী ও সচেতন মহলের দাবী এমন দুস্কৃতকারী, দুর্নীতিবাজ ব্যাক্তিদের সামাজিক ভাবে বয়কট ও বিচারের আওয়তায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। তানা হলে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড চরম ভাবে ব্যাহত হবে, যাহা সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে।