খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে নতুন দায়িত্ব ভার গ্রহন করেছেন মো. ওবাইদুর রহমান। রোববার (৫ মার্চ) বিকালে বদলি জনিত কারনে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান নবাগত ওসি ওবাইদুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পুলিশ সুত্রে জানা যায়, ইন্সপেক্টর মো. মাহমুদুর রহমান গত বছরের ২৭ অক্টোবর নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব ভার গ্রহন করেন। ৪ মাস ৯দিন পর রোববার রেঞ্জ ডিআইজি মঈনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে মাহমুদুর রহমানকে বদলির আদেশ দেওয়া হয়। চিঠিতে ইন্সপেক্টর মো. মাহমুদুর রহমানকে রেঞ্জ ডিআইজি অফিস খুলনায় যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে। ওবাইদুর রহমান যশোর জেলার চৌগাছায় জন্ম গ্রহন করেন।
আউট সাইড ক্যাডেট হিসাবে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে (সারদা) যোগদান করেন তিনি। ইতোপূর্বে খুলনার ডুমুরিয়া ও মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, পুলিশের বদলি জনিত কারনে পূর্ববর্তী ওসি মাহমুদুর রহমানকে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বদলি আদেশের পর মো. ওবাইদুর রহমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
Khulna TV