দক্ষিণ অঞ্চলের মানুষ তারা জানে পদ্মা সেতু কতোটা মূল্যবান-বুকফাটা স্মৃতিচারণ
আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা জানি এই সেতু আমাদের কাছে কতোটা মূল্যবান। এটা সেতু নয় আমাদের লালিত স্বপ্ন! যা ঘুমিয়ে নয় জেগে জেগে সব সময় দেখতাম।
এই পদ্মা আমাদের অনেক কিছু অদৃশ্য ভাবে কেড়ে নিয়েছে।
শত বিড়ম্বনা পেরিয়ে আমরা আজ স্বপ্নের ছোঁয়া পেয়েছি। আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ পদ্মা তার কিছু নমুনা তুলে ধরা হলো।
- ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান বুঝে পদ্মা সেতুর গুরুত্ব কী! সন্তান তার মায়ের লাশের সাথে শেষ দেখা করার জন্য যত দ্রুত আসুক না কেন পদ্মা বুঝিয়ে দিয়েছে তার কাছে সব মূল্যহীন। তখন মাতৃহারা সন্তান বুঝতে পারছে পদ্ম সেতুর গুরুত্ব কী!
- ফেরি তে দেরি হওয়ায় চাকরির ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কতোটা গুরুত্বপূর্ণ! কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জানে এ পদ্মা সেতু কতোটা গুরুত্বপূর্ণ!!
- সারাবছর পরিচর্যার পরে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পঁচা সবজিগুলো দেখা কৃষকটি বলতে পারবে পদ্মা সেতুর গুরুত্ব!
- প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলার সহ ডুবে যাওয়া সন্তানকে খুজে না পাওয়া বাবা-মা বুঝবে এ সেতুর গুরুত্ব!
- আমরা যারা চাকুরীজীবী খুব কষ্টে ম্যানেজ করা ৪ দিন ছুটি তার মধ্যে পদ্মা খেয়ে ফেলেছে ২ দিন আমরা জানি সেতুর কি গুরুত্ব!
আজ আমরা স্বাধীন ভাবে চলাচলের দার উন্মোচন পেয়ে গেছি। দক্ষিণাঞ্চলের মানুষদের কাছে আর্শীবাদ এই পদ্মা সেতু।