এ কে আজাদ, কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার সকাল ১০ টার পর কেউ বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূ তানিয়া শাড়ি পেঁচিয়ে আত্নহত্যা করে বলে জানাযায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার সকালে উপজেলার মাহমুদকাটী গ্রামের সোহেল গাজীর স্ত্রী তানিয়ার সাথে তার মনোমালিন্য হয়। এসময় স্বামী সোহেল বাড়িতে না থাকার সুযোগে অভিমান করে স্ত্রী তানিয়া বেগম (২২) ঘরের আঁড়ার সাথে শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে।এ ঘটনার পর এলাকাবাসী পার্শ্ববর্তী হরিঢালী ক্যাম্প পুলিশ কে খবর দিলে ঝুলান্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
ওসি তদন্ত স্বপন রায় জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে জানাযাবে। এ বিষয়ে পাইকগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।