পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৯ টিতে নির্বাচন অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৯ টিতে নির্বাচন অনুষ্ঠিত,৭ টিতে নৌকা ও ২ টিতে বিদ্রোহী প্রার্থীদের জয়

খুলনা বিভাগ

মোঃ জিয়াউদ্দীন নায়েব: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০শে সেপ্টেম্বর ২০২১,রোজ সোমবার পাইকগাছা উপজেলার মোট ১০টি ইউনিয়নের মধ্যে ০৯টি ইউনিয়ন ও কয়রার ৭টি ইউনিয়নের সবগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাইকগাছার ০৭টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা ও ০২টিতে বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেছেন। কয়রাতে ০৭টি ইউনিয়নের মধ্যে ০৬টি নৌকা ও ০১টিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন।

উল্লেখ্য,পাইকগাছা উপজেলার ০১নং হরিঢালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা মোটরসাইকেল প্রতীক পাওয়ার পরে ১৯শে এপ্রিল ২০২১ ইন্তেকাল করেন এবং সংরক্ষিত মহিলা আসন-২ (৪,৫,৬ ওয়ার্ড) এর জেসমিন আক্তার পারুল প্রতীক পাওয়ার পরে ইন্তেকাল করায় ০১নং হরিঢালী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হয়।

পাইকগাছা উপজেলার ০৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দঃ—-
★০২নং ক‌পিলমু‌নি ইউনিয়ন=কওছার আলী জোয়ার্দার-‌নৌকা
★০৩নং লতা ইউনিয়ন=কাজল কা‌ন্তি বিশ্বাস-‌নৌকা
★০৪নং দেলু‌টি ইউনিয়ন=রিপন কুমার মন্ডল -‌নৌকা

★০৫নং সোলাদানা ইউনিয়ন=আঃ মান্নান গাজী-‌নৌকা
★০৬নং লস্কর ইউনিয়ন=কে,এম আরিফুজ্জামান তু‌হিন-‌নৌকা
★০৭নং গদাইপুর ইউনিয়ন=শেখ জিয়াদুল ইসলাম-‌নৌকা

★০৮নং রাড়ুলী ইউনিয়ন=আবুল কালাম আজাদ-‌নৌকা
★০৯নং চাঁদখালী ইউনিয়ন=শাহজাদা আবু ই‌লিয়াস-চশমা
★১০নং গড়ুইখালী ইউনিয়ন=আব্দুস সালাম কেরু- আনারস।

খুলনা টিভি/khulnatv

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.