নড়াইলের কালিয়ায় প্রেমিক-প্রেমিকা আটক,দু‘জনের কারাদন্ড

নড়াইলের কালিয়ায় প্রেমিক-প্রেমিকা আটক,দু‘জনের কারাদন্ড

খুলনা বিভাগ

খন্দকার সাইফুল নড়াইলঃ পুলিশ বৃহস্পতিবর সকাল ৯টায় নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাজার থেকে প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম।

তারা হলো-কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের মোজাফফর ফরাজীর ছেলে রিপন ফরাজী (২৬) এবং একই উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের মিজানুর রহমানের মেয়ে বিলকিস(২১)।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরিন জানান, রিপন ফরাজীকে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা এবং বিলকিস খানমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। তাদের দু‘জনকে বৃহস্পতিবারই নড়াইল কারাগারে প্রেরণ করা হয়েছে।

Khulna Tv

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.