সম্প্রতি ফেইসবুক আইডি হ্যাক করে হ্যাকারেরা উক্ত ব্যক্তির কাজে মুক্তিপণ দাবিসহ, বন্ধুদের কাছে টাকা ধার চাওয়ার মত ঘটনা ঘটছে হর হামেশাই। তাছাড়াও আইডি হ্যাক করে রাজনৈতিক ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে দাংগা হাংগামা বাধানোর ঘটনারও উদাহরণ রয়েছে। আজকে জানাব কিভাবে আইডি হ্যাকিং হওয়া থেকে রক্ষা করতে পারেন।
১) ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ফেইসবুক একাউন্ট খুলুন।
২) নিজের ছবি প্রোফাইলে যুক্ত করুন
৩) আইডিতে নিজের ফোন নাম্বার ও ই-মেইল হাইড করে রাখুন।
৪) শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ( যেমন, Digital12$&#)
৫) পাসওয়ার্ড হিসেবে কখনও নিজের জন্মতারিখ বা মোবাইল নাম্বার ব্যবহার করবেন না।
৬) কোন লিংকে প্রবেশ করতে বা থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করতে পাসওয়ার্ড চাইলে সেই লিংকে প্রবেশ করা বা ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
৭) নিজের পাসওয়ার্ড অন্যের সাথে শেয়ার করার মত বোকামি কখনই করবেন না।
৮) ফ্রী ওয়াইফাই দেখলেই ঝাপিয়ে পড়া থেকে বিরত থাকুন।
৯) ৩/৪ মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন
১০) আইডি নিরপত্তার জন্য সবাইকে অবশ্যই Two factors authentication অন করা উচিত।
এতে করে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আইডিতে লগইন করতে পারবে না, যতক্ষণ না আপনি এপ্রোভ করবেন বা কোড বসানো হবে। এইটা ব্যবহার করার কারনে অন্যকেউ আপনার আইডিতে লগইন করতে চাইলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন আসবে। তারপর আপনার দেওয়া নাম্বারে একটি কোড আসবে সেই কোড না পেলে আর লগইন করতে পারবে না
Two factors authentication অন করার জন্য যা করবেনঃ
=> Go to setting
=> Click security and login
=>Click Two-factor authentication
=> Click text message (এখানে আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই নাম্বারে কোড চলে যাবে)
এরপর মেসেজের মাধ্যমে ঐ নাম্বারে একটি কোড পাবেন কোড বসিয়ে দিন।
আপনাকে পুনরায় পাসওয়ার্ড বসাতে হবে এবং Continue করলেই হয়ে যাবে।
১০ নাম্বারটা কেউ করতে না পারলে কমেন্টস করুন যথাসাধ্য সহযোগিতা করব।