মোঃ সোহরাব হোসেন মুন্সী বটিয়াঘাটা খুলনা প্রতিনিধিঃ: বটিয়াঘাটা উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সকাল ১১টায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। জাগরনী চক্র ফাউন্ডেশনের সহায়তায় দ্যা ফিউচার বাংলাদেশ নিউটেশন এর সহযোগীতায় সমন্বয় সভার কার্যক্রম তুলে ধরেন এরিয়া স্পেশালিষ্ট মাইকেল ইজারদার ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ,শেখ হাদি-উ-জ্জামান,মিলন গোলদার ,গোলাম হাসান ,ইসমাইল হোসেন ,বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ইন্দ্রোজিৎ টিকেদার, ডিজিটাল ওয়ান লাইন প্রেসক্লাব এর স্বভাপতি মোঃ ইমরান, বটিয়াঘাটার এমাত্র মহিলা সাংবাদিক আছিয়া আক্তার (ঝিনুক) প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার , বটিয়াঘাটা পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল,বটিয়াঘাটা হেঃ কোঃ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভপেন্দ্র নাথ অধিকারী,
পি আই ও ইমদাদুল হক, সমাজ সেবা দপ্তারের ফিল্ড সুপারভাইজার আঞ্জুমান আরা বেগম, মহিলা অধিদপ্তেরের অঞ্জনা বিশ্বাস,কেয়ারের বুলবুল আহম্মেদ ,অ্যাপের এনামুল হক, বটিয়াঘাটা থানার এস,আই সিহাব উদ্দিন ডি এসবি মোঃ মনির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,নিউটেশনের সেলিনা আক্তার প্রমূখ। পরে ৭ সেপ্টেম্বর থেকে গণকেন্দ্রে সিনোফার্মে এর ২য় ডোজ। বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
খুলনা টিভি