মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে ভাতৃত্ব সূদৃঢ় করতে ও স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে সাইকেল র্যালী পৌঁছেছে মেহেরপুরে। ১৫ নভেম্বর যশোর সেনানিবাস থেকে এ র্যালি শুরু হয়। শেষ হবে আগামী ১৯ নভেম্বর।
র্যালিটি (১৭ অক্টোবর) বুধবার সকাল ৭ টার সময় কুষ্টিয়া থেকে র্যালটি শুরু হয়। সকাল সাড়ে ১১ টার সময় র্যালটি মেহেরপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে পৌঁছায়। রাতে সার্কিট হাউজে বিশ্রামের পর র্যালিটি স্বাধীনতার সুতিকাগার মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন শেষে তারা ফিরে যাবেন চুয়াডাঙ্গা জেলাতে। আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর দিয়ে ভারতীয় সেনা বাহিনীর দলটি নিজ দেশে ফিরে যাবেন।
র্যালীতে বাংলাদেশের নের্তৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নের্তৃত্বে রয়েছেন কর্ণেল মুহিত সিং। র্যালীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।