১। এক এককের চার ভাগের তিনভাগ (৩/৪) কে পরবর্তী সঙ্খার কি বলা হয়?
(ক) সয়া (খ) পৌনে (গ) তেহাই (ঘ) পোয়া
২। অহ্রনিশ” শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি ?
(ক) অহঃ+ নিশ (খ) অহঃ+নিশা (গ) অহ+নিশা (ঘ) অহ+নিশ
৩। তিনি গতকাল হাটে যাননি” – এতি কোন কালের উদাহারন?
(ক)ঘটমান বর্তমান (খ) সাধারন বর্তমান (গ)পুরাঘটিত অতীত (ঘ) ঘটমান অতীত
৪। কোন গুচ্চছের সবগুলা ধাতু উঠ –আদিগনের অন্তরভুক্ত?
(ক) শুন, খুজ, ডুব, তুস (খ) সহ, কহ, বস, শুন (গ) লিখ, কিন, বাহ, ডুব (ঘ) কিহ,দুব,লিখ, শুন
৫। যৌগিক ও মিশ্র ব্যাকে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাকের সমন্বইয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যাবহার করা হয়।
(ক) ড্যাস (খ) কোলন ড্যাস (গ) সেমি কোলন (ঘ) কমা