বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ফাঁসির রায় দিল পাকিস্তানের আদালত !
ফেসবুকে হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত।
পাকিস্তান পাঞ্জাবের বাহওয়ালপুরের সন্ত্রাস দমন আদালতের বিচারক সাবির আহমেদ ফেসবুকে মহানবী হজরত মুহম্মদ (স.) সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য পোস্ট করার ‘অপরাধে’ তইমুর রাজা (৩০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
পাঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখার বক্তব্য, ইসলামাবাদ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ওকারার বাসিন্দা তইমুরকে গত বছর গ্রেফতার করা হয়।
পারিবারিকভাবে তইমুর পাকিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ভুক্ত। তার বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননা করে মন্তব্য করার অভিযোগ দায়ের করেছিল কয়েকটি মুসলিম সংগঠন।
পাকিস্তানে ৯৭ শতাংশ মানুষই মুসলমান। সে দেশে ধর্মের অবমাননা বরাবরই খুবই গুরুতর ইস্যু। সাজা মৃত্যুদণ্ড। গত বছর পাকিস্তানে পাশ হয় বিতর্কিত সাইবার অপরাধ দমনমূলক বিল ২০১৬। যাতে এ ধরনের অপরাধে চরম সাজার কথা বলা হয়েছে।