বিস্ময়কর বিশ্ব কাপের সেমিফাইনালের প্রতিপক্ষ ও সময়-সূচি_khulna tv

বিস্ময়কর বিশ্ব কাপের সেমিফাইনালের প্রতিপক্ষ ও সময়-সূচি

খেলাধুলা

বিস্ময়কর বিশ্ব কাপের সেমিফাইনালের প্রতিপক্ষ ও সময়-সূচি

দেখতে দেখতে রাশিয়া বিশ্বযজ্ঞ শেষধাপে চলে এলো। পর্দা উঠেছিল ১৪ জুন, নামবে ১৫ জুলাই। এখন সামনে কেবল সেমিফাইনাল ও ফাইনাল। ৩২ দল থেকে ১৬, ৮ হয়ে শনিবার ঠিক হল সেমির ৪ দল।

হট-ফেভারিট ফ্রান্স-বেলজিয়ামের সঙ্গে সেমিতে আসা অন্য দল দুটি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় ছিল প্রথমপর্বের বড় অঘটন। পরে খাদের কিনারা থেকে উঠে আসা গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা ছিটকে গেছে নকআউটের প্রথম ম্যাচেই। পর্তুগাল ও স্পেনও বাড়ির পথ ধরেছে। শিরোপার আরেক দাবিদার ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টারে।

রাশিয়ার ১২টি স্টেডিয়ামে হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। আটটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে লড়তে শুরু করে দলগুলো। প্রতিটি গ্রুপের সেরা দুদল আসে দ্বিতীয় পর্বে। যা ছিল নকআউট রাউন্ড। পরে কোয়ার্টার ফাইনালের লড়াই। এবার হবে সেমিফাইনাল। শেষে দুদলের ফাইনাল হয়ে চ্যাম্পিয়ন পাবে ফুটবলবিশ্ব।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

সেমির ৪ দল: ফ্রান্স, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড।

সেমিফাইনাল সময়, সূচি
ম্যাচ-৬১: ১০ জুলাই: ফ্রান্স-বেলজিয়াম (পিটারসবার্গ, রাত ১২টা)
ম্যাচ-৬২: ১১ জুলাই: ক্রোয়েশিয়া-ইংল্যান্ড (লুঝনিকি, রাত ১২টা)

তৃতীয় স্থান নির্ধারণী
ম্যাচ-৬৩: ১৪ জুলাই: পরাজিত৬১-পরাজিত৬২ (পিটারসবার্গ, রাত ৮টা)

ফাইনাল
ম্যাচ-৬৪: ১৫ জুলাই: জয়ী৬১-জয়ী৬২ (লুঝনিকি, রাত ৯টা)

**সময়-সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.