পাইকগাছায় কালিনগর ও দারুনমল্লিক ভদ্রা নদীর ওয়াপদার বাঁধে আবারও ব্যাপক ভাঙন আতংকিত এলাকাবাসী

পাইকগাছায় কালিনগর ও দারুনমল্লিক ভদ্রা নদীর ওয়াপদার বাঁধে আবারও ব্যাপক ভাঙন আতংকিত এলাকাবাসী

খুলনা বিভাগ

মোঃ জিয়াউদ্দীন নায়েব: খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর নলডাঙ্গা ও দারুনমল্লিকের গাইনেরমল ভদ্রা নদীর  ওয়াপদা বাঁধে আবারও  ব্যাপক ভাঙ্গন দেখা দিয়ছে। বির্স্তীর্ণ এলাকা জুড়ে  ব্যাপক ফাটল দেখা দেয়ায় জনমনে  মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়েছে।   উপজেলার দেলুটি ইউনিয়ন চারিদিকে  নদী।

দ্বীপ বেষ্টিত একটি ইউনিয়ন। প্রতি বছর সিডর,আইলা আম্ফানের মত  প্রাকৃতিক দুর্যোগে তারা আক্রান্ত  হয়েই আসছে। বিপদ সংকেত পেলেই এলাকাবাসী চরম আতংগ্রস্থ হয়ে পড়ে। এর মধ্যে নদী ভাঙ্গন লেগে আছে ২৫/ ৩০ বছর ধরে। বার বার ভদ্রা নদীর ভাঙ্গনে পরিবর্তন হচ্ছে মানচিত্র। অসংখ্য বাড়ী ঘর জায়গা জমি বিলীন হয়েছে দেলুটি ইউনিয়নের এ অভিশপ্ত ভদ্রা নদীর গর্ভে। ভুমিহীন হয়েছে শত শত পরিবার।

আম্পানের ভাঙ্গনে বির্স্তীর্ণ এলাকা প্লাবিত হলে কোটি কোটি টাকা ফসলের ক্ষতি হয়। ভেসে যায় অসংখ্য বাড়ী ঘর।আবার ভাঙ্গন দেখা দেয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ঘটনা স্থলে পরিদর্শনে যান। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষের সাথে কথা বলেন।

পানি উন্নয় বোর্ডের উপ প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান এলাকাটি খুবই ঝুকিপুর্ণ। ভাঙ্গনতো লেগেই আছে। দ্রুত ভাঙ্গন রোধ করতে না পারলে বড় ধরনের ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলছি। ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানা।

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.