খুলনা পূর্ব রুপসা বাজারে র‍্যাবের অভিযানে ভুয়া ২ এলোপ্যাথিক চিকিৎসক আটক করেছে khulnatv

খুলনা পূর্ব রুপসা বাজারে র‍্যাবের অভিযানে ভুয়া ২ চিকিৎসক আটক

খুলনা বিভাগ

ওবায়দুল হক তালুকদার: খুলনার রূপসা উপজেলার ইসলামপুর মোড় এলাকায় বুধবার সকাল সাড়ে ১০ টায় পূর্ব রুপসা বাজারের এলোপ্যাথিক চিকিৎসক ডাঃ এবি এম আতাউর রহমান ও দন্ত চিকিৎসক মোঃ আলমগীর হোসেন শেখ কে আটক করেছে র‍্যাব।

খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরি তাসমির উম্মি নেতৃত্বে র‍্যাব-৬ এর সদর থানার গোয়েন্দা টিম এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে প্রচুর অননুমোদিত এলোপ্যাথিক ঔষধ সহ ভুয়া লাইছেন্স উদ্ধার করা হয়.

অভিযান পরবর্তী নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরি তাসমির উম্মি তাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

খুলনা টিভি/khulnatv

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.