রংপুর প্রতিনিধিঃ রংপুর সদরে সদ্যপুষ্কুরিনি ইউনিয়নে নারগিস নামের এক নারীর মাতৃকালীন ভাতা’র ২২,৫০০ (বাইশ হাজার পাঁচ শত)টাকা আত্মসাৎ করেছেন- সদ্য পুস্কুরিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সুরভী নামে এক কর্মকর্তা। নার্গিস বেগম বলেন আমি আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম।
সুরভি নামে ঐ কর্মকর্তা চালাকি করে নিজের মোবাইল নাম্বার দিয়ে আমার মাতৃকালীন ভাতা তুলে খাচ্ছে। আমি তার সাথে যোগাযোগ করলে সে বলে আমার মোবাইল নাম্বারে টাকা আসে আমি তুলে নেই। আপনার কি করার আছে করেন।
এ ব্যাপারে সদ্যপুস্কুরিনি ইউনিয়ন পরিষদের সচিবের সাথে কথা বললে তিনি বলেন আমাদের এখানে অভিযোগ দিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি সুরভীকে বলেছিলাম গরিবের টাকাটা দিয়ে দেন।
সে দেয়নি সুরভী নামে ঐ কর্মকর্তা খুব বেয়াদব বলেন সচিব। ঐ কর্মকর্তা সুরভীর সাথে কথা বললে তিনি বলেন আমার একাউন্টে টাকা আসে আমি টাকা ফেরত দিবো কিন্তু নিজে সময় দিয়ে টাকা না দিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা করে আসচে। (খুলনা টিভি)