মানবাধিকার সংস্থার সভায় রফিকুল আমীন সহ বিনাবিচারে সকল জেলবন্দিদের মুক্তির দাবি khulna tv

মানবাধিকার সংস্থার সভায় রফিকুল আমীন সহ বিনাবিচারে সকল জেলবন্দিদের মুক্তির দাবি!

বাংলাদেশ

মানবাধিকার সংস্থার সভায় রফিকুল আমীন সহ বিনাবিচারে সকল জেলবন্দিদের মুক্তির দাবি!

খুলনা অফিসঃ বৈশাখী টেলিভিশন এর ব্যাবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনি সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন সহ বিনাবিচারে সকল জেলবন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা। ৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় সোনাডাঙ্গাস্থ খুলনা টিভির কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় এক জরুরী সভায় বক্তারা এই দাবি জানান। তারা আরো বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘যারা বিনা অপরাধে কারাগারে আটক রয়েছেন তারা সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। এ ছাড়া যদি কেউ রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাওয়ার ইচ্ছা পোষণ করেন তবে আইনে সে বিধানও রয়েছে। অথচ এ কথা সত্য ডেসটিনির ৪৫ লাখ পরিবার সহ এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত দেশের প্রায় আড়াই কোটি মানুষ প্রধানমন্ত্রীর কথায় নতুন করে আশার আলো দেখেছিল। কিন্তু বিনাবিচারে মোঃ রফিকুল আমীন সহ বহু মানুষ আজ জেলের অন্ধকার কারাগারে অমানবিক জীবনযাপন করছেন। বিনাচিকিৎসায় মরনাপন্ন অনেকেই আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত।

দুটি মিডিয়ার সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন এর জলন্ত উদাহরন। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় অফিসে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দেওয়ান ওমর ফারুক এর উপস্থিতিতে খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট সাংবাদিক শেখ মোসলেহ উদ্দিন বাদশার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেনারেল সেক্রেটারি দেওয়ান ওমর ফারুক, বিভাগীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক এস,এম,মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক এস,এম জিল্লুর রহমান, আই.টি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, অর্থ সম্পাদক শ্যামলী বিশ্বাস, শেখ এহসাউল্লাহ রিংকু, জাহিদ হাসান, অাব্দুর রশিদ প্রমুখ।

সূত্র : খুলনা টিভি

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.