এবারের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে অংশ নেবে ১১ হাজার ৩১০জন কম পরীক্ষার্থী। ২০২১ সালে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৬৮৭ পরীক্ষার্থী। এবারের পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী। কমেছে ১১ হাজার ৩১০ জন।
এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে গত বছরের চেয়ে এবছর পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ৩১০ জন। করোনা সংক্রমণের প্রাদূর্ভাব ও বাল্য বিয়ের কারণে এ পরিস্থিতি হয়েছে বলে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ দাবি করেছে। আগামী ১৯ জুন রোববার থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে পরীক্ষা আয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র বলেন, আগামী ১৯ জুন রোববার থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যশোর বোর্ডে এবছর মোট ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর অর্থাৎ ২০২১ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৬৮৭ পরীক্ষার্থী। সেই হিসেবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১১ হাজার ৩১০ জন। তিনি বলেন, করোনার কারণ ছাড়াও কিছু অসচেতন অভিভাবকদের কারণে মেয়েদের বিয়ে হওয়ায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে বলে আমরা মনে করছি। এর বাইরেও নানা কারণে অনেক শিক্ষার্থী সময়মতো ভর্তি হয়নি বলেও জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছেম এবারের পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৮৫ হাজার ৫৯৯ জন ও ছাত্রী ৮৪ হাজার ৭৭৮ জন। ২৯৩ কেন্দ্রের মধ্যে খুলনায় ৫৮টি কেন্দ্রে অংশ নেবে ২৬ হাজার ৮ জন পরীক্ষার্থী। বাগেরহাটের ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ২৮৭ পরীক্ষার্থী, সাতক্ষীরার ২৭ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৭০ পরীক্ষার্থী, কুষ্টিয়ার ৩১ কেন্দ্রে অংশ নেবে ২৪ হাজার ১৫৩ পরীক্ষার্থী, চুয়াডাঙ্গার ১৮ কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ১২২ পরীক্ষার্থী, মেহেরপুরের ১৩ কেন্দ্রে অংশ নেবে ৭ হাজার ৭২৪ পরীক্ষার্থী, যশোরের ৫২ কেন্দ্রে অংশ নেবে ২৮ হাজার ৫২ পরীক্ষার্থী, নড়াইলের ১৪ কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ১৯৩ পরীক্ষার্থী, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৯০৩ পরীক্ষার্থী, মাগুরার ১৭ কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৮৬৫ পরীক্ষার্থী।