গত ইং ১৭-১২-২০২৩ তারিখে সকল ১২ঃ০০ টা নাগাদ রুপসা প্রাণী সম্পদ অফিসের ৩য় ফ্লোরে পল্লী প্রাণী সেবা কর্মী ও এ আই এসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে, উক্ত কমিটিতে উপদেষ্টা মন্ডলি সহ রূপসা,তেরখাদারপল্লী প্রাণী সেবা কর্মীদের উপস্থিতিতে উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপসা থানার এইচগাতী ইউনিয়নে শিরগাতি গ্রামের পল্লী প্রাণী সেবা কর্মী নুর-আলম ও সাধারণ সম্পাদক রূপসা স্বল্প বাহিরদিয়ার রবিউল আলম।
এছাড়া কমিটির অন্যরা হল : –
১. সভাপতি: নুর আলম
২. সহ-সভাপতি : মিন্টু অধিকারী
৩. সাধারণ সম্পাদক : রবিউল আলম
৪.যুগ্ন সাধারণ সম্পাদক : মুরারি ধর
৫. যুগ্ন সাধারণ সম্পাদক: আলতাফ খান
৬. কোষাধাক্ষ: সুমন পাল
৭. সাংগঠনিক সম্পাদক: নারায়ণ চন্দ্র , সহ-সাংগঠনিক সম্পাদক: সুমন শীল
৭. প্রচার সম্পাদক: ইশতিয়াক আহমেদ (আনন্দ)
৮. সহ-সম্পাদক: সবুজ মন্ডল
৯. ক্রীড়া সম্পাদক: স্বপন বসু
১০. সহ ক্রীড়া সম্পাদক: সবুজ মন্ডল
১১. মহিলা বিষয়ক সম্পাদক: মনোয়ারা খাতুন
১২. সাংস্কৃতিক সম্পাদক: আকলিমা খাতুন
১৩. দপ্তর সম্পাদক: মোঃ সাব্বির হোসেন
** কার্যনির্বাহী সদস্য:
১. চিরঞ্জিত বিশ্বাস
২. সুদীপ্ত বাগচী
৩. আমির হামজা
৪. ইন্দ্রজিৎ বালা
৫. অনন সরকার
সাধারণ সদস্য :
১. সারনেন্দু মালাকার
২. সবুজ বৈরাগী
৩. অনিন্দ্য ধর
৪. প্রান্ত বিশ্বাস
৫. মাহবুবুর রহমান
৬.মোঃ শফি ৭. গোলাম ঢালী
এছাড়া এই কমিটির সার্বিক উপদেষ্টা হিসেবে রয়েছেন ডাক্তার জসিম উদ্দিন (DVM, BVS NO-5112, বর্তমানে তিনি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরীজ এ ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন ডাক্তার হিসেবে ।