খুলনা প্রতিনিধি: করোনাকালীন সময় শিক্ষকদেরকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে দিতে হবে, অভিভাবকদেরও সতর্কতার সহিত শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার সময় খেয়াল রাখতে হবে রোটারী ক্লাব অব সুন্দরবনের উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ আলী সনি এ কথা বলেন।
শনিবার দুপুর ১২ টায় সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রোটারী ক্লাব অব সুন্দরবনের পক্ষ থেকে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে করোণা সংক্রমণ রোধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ফেস মাস্ক, হ্যান্ড লিকুইড সাবান বিতরণ করা হয় এবং সাবেক কাউন্সিলর কেডিএর স্থায়ী কমিটির সদস্য , খুলনা মহিলা সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অধ্যাপিকা রুনু রেজা কে রোটারি ক্লাব অব সুন্দরবনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।
পিপি মোহাম্মদ নাসির উজ্জামানের সভাপতিত্বেও ক্লাবের সেক্রেটারি পিপি কামরুল করিম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অধ্যাপিকা রুনু রেজা, ক্লাবের প্রকল্প কমিটির চেয়ার ও রোটারির ডিস্ট্রিক অ্যাডিশনাল কো-অর্ডিনেটর পিপি মোঃ মফিদুল ইসলাম টুটুল প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, বক্তব্য রাখেন পিপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পিপি গাজী মোঃ কামরুজ্জামান, রোটারিয়ান শচীন সাহা, সোনাপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহেব আলী, বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহ জামাল, নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জিএম ইউনুস হোসেন,সহ স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা টিভি/khulnatv