মোঃ জিয়াউদ্দীন নায়েব: খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধের ৫০ বছরে আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে খ্যাত খড়িয়ার ভড়েঙ্গার চকে ইটের হেরিং বন্ড রাস্তা নির্মিত হচ্ছে। চলাচলের অযোগ্য এ রাস্তা নির্মানের জন্য এলাকার মানুষ বহুদিন ধরে দাবী করে আসছিল।
সরেজমিন গেলে স্থানীয়রা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকার্ডের প্রশংসা করে বলেন গত সংসদ নির্বাচনের পুর্বে অবহেলিত এ রান্তা নির্মানে এমপি-আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তা এখন কার্যকর হচ্ছে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অধিদপ্তর সুত্র জানিয়েছেন,২১-২২ অর্থ বছরে লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক হতে লেবুবুনিয়া অভিমুখি নির্মল মিস্ত্রীর বাড়ী পর্যন্ত ২ কিঃ মিটার হেরিং বন্ড রাস্তার নির্মানের জন্য ১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ হয়। যার কাজ এগিয়ে চলছে।
এলজিইডি অধিদপ্তরের তত্বাবধানে স্বাধীন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্টান যার বাস্তবয়ন করছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন,বহুদিন পর সংসদ মহোদ্বয়ের চেষ্টায় রাস্তা নির্মিত হচ্ছে এ ছাড়া রাস্তার বাকি অংশ নির্মানে অচিরেই টেন্ডার সম্পন্ন হবে।