khulna tv post

এস এস সি বাংলা ১ম পত্র সৃজনশীল নৈবেত্তিক প্রশ্ন ঢাকা বোর্ড- ২০১৯

এইস.এস.সি স্টুডেন্ট সাজেশন

বাংলা ১ম পত্র

ঢাকা বোর্ড-২০১৯

১. ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেললেন কারন, তিনি-

ক) কুকুরটির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন খ) কুকুরটির দুর্দশা সইতে পারছিলেন না

গ) অতি নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন

নিচের কোনটি সঠিক

i)ক ও খ ii) খ ও গ iii) ক ও গ iV) ক,খ ও গ

২. কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকালগুলি সেই, আজ আর নেই।

উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

ক) দেশপ্রেম খ) স্মৃতিকাতরতা গ)স্নেহকাতরতা ঘ) অমরত্বের আকাঙ্খা

৩. জীবন সঙ্গীত কবিতায় কবি মানবজীবনকে বৃথা বলতে চান নি কারন-

ক) মানবজীবন সাফল্যে পরিপূর্ণ খ) মানবজীবন তাৎপর্যময় গ) মানুষের অনেক দায়িত্ব রয়েছে

নিচের কোনটি ঠিক?

i)ক ও খ ii) খ ও গ iii) ক ও গ iV) ক,খ ও গ

৪. সমরের কথায় পল্লিজননী কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে?

ক) স্নেহের আকুলতা খ) বেয়াড়াপনা গ) অন্যায় আবদার ঘ) মাতৃভক্তি

৫. উদ্দীপকের মা ও পল্লিজননী কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে-

ক) মাতৃসত্তার প্রকৃত সত্য খ)স্বার্থের বাড়াবাড়ি গ) সন্তানের প্রশান্তি

নিচের কোনটি ঠিক?

i)ক ও খ ii) ক ও গ iii) খ ও গ iV) ক,খ ও গ

৬. আমারো ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে- কী জানতে পেরেছে?

ক) ঝাড় দিয়ে ধুলা দুর করা খ) পৃথিবীকে চামড়া দিয়ে মুড়ে দেোয়া গ) পানি দিয়ে ধুলা ধুয়ে ফেলা ঘ) চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা

৭. ঝর্ণার গান কবিতায় বর্ণিত ‌‌‘ফটিক জল’ কী?

ক) পানি খ) পাখি গ) পরী ঘ) নদী

৮. ‘সেই দিন এই মাঠ’ কবিতার মুলভাব কী?

ক) মানব সভ্যতার পরিণতি খ) প্রকৃতির সৌন্দর্য নশ্বর গ) জীবাত্মা রহস্যময় ঘ) প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী

৯. চর্যাপদের পান্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?

ক) বাঙলাদেশ খ) ভারত গ) নেপাল ঘ) শ্রীলঙকা

১০. ‘স্বধীনতা’ এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় ‘লাল সালু’ বেঁধে কারা এসেছিল?

ক) কৃষক   খ) ছাত্র    গ) শ্রমিক   ঘ) মজুর

Ok post

* উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:

শফিক মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। একদিন রাজাকার সুরুজ আলি শফিককে ধরে পাকসেনাদের ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শফিক মৃত্যুভয়ে মোটেই ভীত হয় না।

১১. উদ্দীপকের সুরজ আলী ‘কাকতারুয়া’ উপন্যাসের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়?

ক) আহাদ মুন্সী খ) ফজু মিয়া গ) কুদ্দুস ঘ) জয়নাল

১২. উদ্দীপকের শফিক ও ‘কাকতারুয়া’ উপন্যাসের বুধার মধ্যে প্রকাশ পেয়েছে-

ক) দেশাত্মবোধক খ) সাহসীকতা গ) প্রতিশোষ্পৃহা

নিচের কোনটি সঠিক?

i)ক ও খ ii) ক ও গ iii) খ ও গ iV) ক,খ ও গ

১৩. ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে?

ক) সগীর আলী খ) মতলব মিয়ার গ) রুস্ত শেখের ঘ) কেষ্ট দাসের

১৪. ‘‘রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে”- এখানে ‘‘রাত” শব্দটি কোন অর্থে ব্যবর্হত হয়েছে?

ক) দু:খের প্রহর খ) আঁধার গ) রাত্রি ঘ) অষ্পষ্টতা

১৫. ‘‘আমি কি বকরী-ঈদের গরু-ছাগল নাকি”-কোথাটি কে বলেছেন?

ক) হাসেম আলী খ) বহীপির গ) তাহেরা ঘ) খোদেজা

১৬. তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়েছিল?

ক) বিয়েতে মত না থাকায় খ) পিতার নির্যাতনের কারনে গ) সৎ মায়ের সাথে ঝগড়া করে ঘ) প্রতিবেশিদের প্ররোচনায়

১৭. “আমি পালব না, লড়াই করব”- উক্তটি দ্বারা প্রকাশ পেয়েছে-

ক) অবাধ্যতা খ) আপসহীনতা গ) সাহসীকতা

নিচের কোনটি সঠিক?

i)ক ও খ ii) ক ও গ iii) খ ও গ iV) ক,খ ও গ

১৮. “আমি কোন আগুন্তক নই” কবিতায় কবির সামনে কী?

ক) শূণ্য খাঁ খাঁ রান্না ঘর খ) সরু পথ গ) ধানের ক্ষেত ঘ) ধু ধু নদীর কিনার

১৯. অষ্টম শ্রেণীর ছাত্র রাহেলার বিয়ে ঠিক হলে মেম্বার সাহেব বিয়ের ঘোর বিরোধিতা করে বলে, বাল্য বিবাহ আইনের পরিপন্থী”- এখানে মেম্বার সাহেবের মানসিকতায় “বহিপীর” নাটকের কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়-

ক) হাতেম আলী খ) হকিকুল্লাহ গ) বহিপীর ঘ) হাসেম আলী

২০. “আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে”- এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে?

ক) আমাদের শিক্ষাপদ্ধতি ত্রুটিপূর্ণ খ)বই পড়লে মানুষ নিষ্কর্মা হয়ে যায় গ) বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থ নেই ঘ) আমাদের পাঠ চর্চায় অভ্যাস নেই

২১. “তার স্বর একটু সতর্কতা মিশ্রিত”- এখানে কার সতর্কতার কথা বলা হয়েছে?

ক) অপুর খ) হরিহরে গ) সর্বজয়ার ঘ) দূর্গার

২২. সুভা বিধাতার কাছে অলেৌকিক ক্ষমতা প্রার্থনা করত-

ক) প্রতাপের মনযোগ আকর্ষণ করার জন্য খ) মায়ের বিরক্তি দূর করার জন্য গ) বাক শক্তি ফিরে পাোয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

i)ক  ii) খ  iii)  গ iV) ক,খ ও গ

২৩. “ধরি মাছ না ছুঁই পানি”- এটি কী?

ক) খনার বচন খ) প্রবাদ গ) ছড়া ঘ) খেলার গৎ

২৪. হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল’- এখানে আঁধার ঘনাইয়া আসিল’কথাটি দ্বারা কী বুঝানো হয়েছে?

ক) রাত্রি হয়ে যাোয়া খ) বিপদ ঘনিয়ে আসা গ) শোক বিহব্বল হয়ে পড়া ঘ) দুর্যোগ নেমে আসা

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:

ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে রিক প্রকৃত শিক্ষা অর্জন করতে চায়। কিন্তু তার পিতা চান ছেলে কোনমতে একটি সার্টিফিকেটে অর্জন করে অর্থ উপার্জনের জন্য তার ব্যবসা দেখাশোনা করত।

২৫. উদ্দীপকের রিকের মানসিকতার সাথে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো-

ক) অন্নচিন্তা থেকে মুক্তি পেতে চায় খ) মানব সত্তার ঘরে উন্নীত হতে চায় গ) বাইরের জগৎকে জানতে চায় ঘ) জীবন সর্ম্পকে সচেতন হতে চায়

২৬. উদ্দীপকের সামাদ সাহেব কে ‘শিক্ষা ও মনুষ্ত্ব’ প্রবন্ধের আলোকে বলা যায়-

ক) তিনি অর্থ সাধনাকে জীনসাধনা মনে করেন খ) তার জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিক অনুপস্থিত গ) তিনি ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ করেন না-

নিচের কোনটি সঠিক?

i)ক ও খ ii) ক ও গ iii) খ ও গ iV) ক,খ ও গ

২৭. আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সংগে সাদৃশ্য ছিল কার?

ক) অধ্যক্ষ জিরারের খ) লেখকের গ) টাঙাোয়ালার ঘ) আবদুর রহমানের

২৮. যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ-মুসলিম ক্রীশ্চান-‘পয়েলা বৈশাখ’ প্রবন্ধের সাথে উপরের কবিতাংশটির মিল রয়েছে-

ক) ধর্ম নিরেপেক্ষতা খ) জাতীয়তাবোধ গ) সার্বজনীনতায়

নিচের কোনটি সঠিক?

i)ক ও খ ii) খ ও গ iii) ক ও গ iV) ক,খ ও গ

২৯. ‘চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করছি’-এখানে কোন মতের কথা বলা হয়েছে?

ক) রুমীকে দেথতে না যাোয়া খ) মার্সিপিটিশন না করা গ) শান্তি নগরে যাওয়া ঘ) জামীর ষ্কুলে যাওয়া

৩০. ‘মঙ্গলকাব্য’ কোন যুগের সাহিত্যের নিদর্শন?

ক) প্রাচীন খ) অন্ধকার গ) মধ্য ঘ) আধুনিক

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.