খুলনা প্রতিনিধি : কতিপয় সন্ত্রাসী কর্তৃক বাংলাদেশ রেলওয়ের বরাদ্দকৃত সম্পত্তি হতে জোরপূর্র্বক উচ্ছেদের অভিযোগ করেছেন রেলেওয়ে লোকো কলোনীর সৈয়দ জুলজালাল। তিনি তার অভিযোগে বলেছেন তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেছেন এবং জীবনের শেষ সম্বল দিয়ে তিনি বাংলাদেশ রেলওয়ের বরাদ্ধকৃত ১৮০ বর্গ ফুট জমি বর্গা নিয়ে ফলের আড়ৎদার হিসাবে ব্যাবসা করেন। যার লাইসেসন্স নং -১০৪৪/০৮ কিন্তু কতিপয় কিছু সন্ত্রসী (১) আব্দুর রহমান (৪৮),পিতা- বলাই কৃষ্ণ গাঙ্গুলি, (২) শামীম সরদার, পিতা – আবু তালেব সরদার (৩) শেখ জিয়াউর রহমান (৫৭) পিতা-শেখ আব্দুল হাকিম (৪) কাজী পিয়ারুল ইসলাম (৫৬) পিতা-কাজী হারুনার রশীদ, (৫) মানিক সরদার (৪৫) পিতা – অজ্ঞাত (৬) রেজাউল, পিতা – মৃত ছালাম শিকদার সহ অজ্ঞাত ব্যাক্তি বর্গ টাকা চাঁদা দাবি করে হুমকি প্রদান করেন। ভুক্তভুগী সৈয়দ জুলজালাল চাঁদা দিতে অস্বীকার করলে কতিপয় সন্ত্রাসী রা তাকে ব্যাবসা করতে দিবেনা বলে জানান।
এমতবস্থায় তিনি তার জীবনের উপর হুমকী ও তার নিরাপত্তার স্বার্থে খুলনার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জজ আদালতে ১১-০৮-২০২১ তারিখে মামলা করেন যাহার নং – এমপি-৩২৯/২০২১ কিন্তু পরবর্তীতে তদন্ত করি কর্মকর্তার কোনো ভূমিকা দেখা যায়না এবং গত ২২ আগস্ট দুপুরে অভিযুক্ত ব্যাক্তিবর্গ বুলডোজার দিয়ে তার ফলের আড়ৎ ভেঙে দেন। এতে তার প্রচুর আর্থিক ও সামাজিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানান। এমতবস্থায় তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট মন্ত্রী , মাননীয় মেয়র খুলনা সিটি কোর্পারেশন সহ উচ্চপদস্থ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাহেয্যের প্রার্থনা জানিয়েছেন এবং এই বিষয়ে আশু সমাধানের দাবী জানিয়ে অভিযুক্ত ব্যাক্তিদের যথাযথ আইনের আওতায় আনার মাধ্যেমে শাস্তির দাবি জানিয়েছেন ।