খুলনা প্রতিনিধি ওবায়দুল হক তালুকদার : আজ ২৮ আগস্ট, ২০২১ খুলনা সিটি করর্পোরেশন এর ৩১ নং ওয়ার্ড এর মোল্লা পাড়ায় ওয়ার্ড কাউন্সিলর এর বাড়ি সংলগ্ন কার্যালয়ে কারিতাস খুলনা অঞ্চলের “কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের আয়োজনে ওয়ার্ডের মোল্লা পাড়া এলাকার উন্নয়নকল্পে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কমিউনিটির জনগণের সমন্বয়ে একটি “ডায়ালগ” সেশন অনুষ্ঠিত হয়। উক্ত ডায়ালগে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো: আরিফ হোসেন মিঠু, প্রকল্পের “কোর টিম” সমাজ সেবা অফিসের প্রতিনিধি শামিমা আক্তার, ওয়াসা ইঞ্জিনিয়ার বিক্রম দাস। সিডিসি সভানেত্রী রহিমা আক্তার মনি ও আনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ দীপালী বিশ্বাস, কেএমএসএস এর জাকিয়া আক্তার, আর্কিটেক্ট মেহেদী হাসান। এছাড়া কারিতাস আঞ্চলিক কার্যালয় থেকে আগত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পিও-মি: তাপস সরকার, কমিউনিটি সোশ্যাল ল্যাব এর মি: শিয়ানু মল্লিক। সমগ্র ডায়ালগ সেশন পরিচালনা করেন “কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের রেবেকা স্নিগ্ধা বাড়ৌ। ডায়ালগয়ের মাঝ পর্যায়ে ‘কোর টিম’ মোল্লা পাড়া এলাকা পরিদর্শন করে। এর পর গত ডায়ালগে উঠে আসা ৯টি সমস্যা অগ্রাধিকার করা হয়। ৯টি সমস্যার মধ্যে এক নম্বরে আসে বিধবা ভাতা ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং দুই নম্বরে আসে উন্মুক্ত স্থানে ময়লা ফেলা।