মহিদুল ইসলাম ( শাহীন) বটিয়াঘাটা খুলনা : বটিয়াঘাটা উপজেলা মাইলমারা এলাকা হতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪শ গ্রাম গাঁজানহ একজনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছেন।
গত বুধবার বিকাল ৪টার সময় খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে
মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে বটিয়াঘাটা থানাধীন মাইলমারা খেয়াঘাট থেকে ডুমুরিয়া থানার তেলিখালি গ্রামের ফরজ আলী বিশ্বাসের পুত্র মিজানুর রহমান বিশ্বাস (৩৬) কে ৪শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে একটি পেস্ট কালারের টিস্যু শপিং ব্যাগের ভিতর খবরের কাগজের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।
এবিষয় বটিয়াঘাটা থানায় রাত ৯ টার দিকে মামলা হয়। যার নং-০৯, তারিখ-২২/০৯/২০২১ইং। ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।