অনিক যশোর প্রতিনিধি: যশোর শেখহাটি তরফ নোয়াপাড়া হইতে সুলতানপুর গ্রামে যাওয়ার পথে মাছ ধরতে যেয়ে নতুন পাকা রাস্তা কেটে কালভার্টের পানি সরিয়ে মরণ ফাঁদ তৈরি করেছে এলাকাবাসী।
দীর্ঘদিন হলেও এটার কোন সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি বেশ কিছুদিন যাবৎ কয়েকটা দুর্ঘটনা এখানেই ঘটেছে। অনেকেই রাতের আধারে সাইকেল নিয়ে বা পথচারী হাঁটতে যেয়ে পড়েছে এই গর্তের ভিতর।এলাকাবাসীর সূত্রে জানা যায় এই এলাকার জনপ্রতিনিধিকে জানানো হয়েছে তবুও বিষয়টির সুরাহা হয়নি ।
আজ সকালে এমনই একটা দুর্ঘটনা হতে হতে যে বেঁচে গেছে আমারই সামনে । এই এলাকার সাধারণ মানুষের তথ্য মতে জানা যায় এই রাস্তাটি তৈরি হয়েছে নিম্নমানের ইট-সুরকি দিয়ে এলজিইডির ইঞ্জিনিয়ার কে কয়েক দফায় বিষয়টি জানানো হয়েছে ।
বিষয়টি তারা আমলে নেয়নি কয়েকবার তারা দেখেছে আসছে কিন্তু সেগুলো আবার তারা সম্মতি প্রকাশ করেছে এবং তাদের সামনেই এই রাস্তাটি বর্তমান অবস্থায় অবস্থান করছে অবহেলিত এ রাস্তাটি এখন পিস করার অপেক্ষায় মাগুরার মোঃ সাঈদ মীরএই কাজের দায়িত্ব পেয়েছেন।বিষয়টি কর্তৃপক্ষের আমলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।