নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ডা ১

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন জেল কারাদন্ড ১ জনের

ধর্ম ও জীবন

মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইলে মাদক মামলায় মোঃ মিঠু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন ।

এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর বেলা ১২ টার দিকে নড়াইল সদরের চাঁচড়া থেকে যশোর-নড়াইল যাত্রীবাহী বাসে তল্লাসী করে যশোরের কোতয়ালী থানার আড়পাড়ার আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে মিঠুর নিকট থেকে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের হয়। স্যা প্রমাণ শেষে মোঃ মিঠু দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এ দন্ডাদেশ দেয়া হয়। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

khulnatv

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.