মেহেরপুর প্রতিনিধি জুরাইস ইসলামঃ মেহেরপুরের গাংনীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে তালের চারা রোপন করেছে উপজেলা কৃষি অফিস। শত শিশুর স্বহস্তে তালের চারা রোপণ কর্মসূচীর আওতায় মঙ্গলবার সকালে উপজেলার চোখতোলা মাঠের রাস্তায় তালের চারা রোপন করা হয়। তালের চারা রোপণে অংশ নেয় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শেখ রাসেলের স্মৃতি স্মরণীয় করে রাখতে ও বৃক্ষ রোপণে উৎসাহি করতে কৃষি অফিসের উদ্যোগে শিশুদের স্বহস্তে তালের চারা রোপণ করানো হলো।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, তালগাছ বজ্রপাত নিরোধক। পথচারী ও কৃষকদের প্রাণ রক্ষা সেই সাথে রাস্তার পাপশের ভূমিধ্বস ঠেকাতে তাল গাছের বিকল্প নেই। এ ছাড়াও শেখ রাসেলকে স্মরণীয় করে রাখতে এ চারা রোপণ করা হচ্ছে।
এসময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।