নড়াইল হতে মানব পাচার মামলার ০১ জন এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৬ khulna tv

নড়াইল হতে মানব পাচার মামলার ০১ জন এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৬

খুলনা বিভাগ

সাব্বির হোসেন : ২৩/১০/২০২১ তারিখ রাত আনুমানিক ২৩.৩০ ঘটিকায় ফ্লাইট লেঃ মোহাম্মাদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,

নড়াইল জেলার কালিয়া থানার মামলা নং-০২ তারিখঃ ২২/১০/২০২১ খ্রিঃ ধারাঃ মানব পাচার প্রতিরোধ দমণ আইন ২০১২ এর ৭/৮ এর ০১জন এজাহারভুক্ত পলাতক আসামী নড়াইলজেলার কালিয়া থানাধীন শুক্তগা গ্রাম এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী: মোছাঃলাকী বেগম(৪০), স্বামী-মৃত পান্নু খা, সাং-হাচলা, থানা-কালিয়া, জেলা-নড়াইল’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এজাহারভুক্ত পলাতক আসামী’কে নড়াইল জেলার কালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

খুলনা টিভি

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.