মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন। জেলা থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনার উদ্দ্যেশ ছেড়ে যাচ্ছেনা কোন পরিবহন। চলছে আন্তঃজেলার সকল বাস।
জেলার ভিতরে লোকাল বাস চলাচল করায় সমস্যা হচ্ছেনা স্থানীয়দের। তবে দুরপল্লার যাত্রীরা পড়েছে চরম দূর্ভোগে। তবে দুরপাল্লার কাউন্টারগুলো খুলছে। তারা টিকিটও বিক্রি করছে। রাত থেকে চলতে পারে পরিবহনগুলো এমন আভাস দিয়েছে কাউন্টার মাস্টাররা।
শ্রমিক নেতার বলছেন, আজ বিকেলে সরকারের উর্দ্ধতনমহলের সাথে শ্রমিক ফেডারেশনের একটি বৈঠক হবার কথা রয়েছে। আশা করা যায় সেখান থেকে বাস চলাচলের নতুন নির্দেশনা আসতে পারে। এমন আশায় তারা যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছেন।