তেরখাদা প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগ তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন ছাত্র লীগের এক কর্মী সভা ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের সামনের চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ পারভেজ বিশ্বাস।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ছাত্র লীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের জয়েন্ট সেক্রেটারী মেহেদী হাসান আকিব। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী শেখ আনারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা বেগম, ইউপি মেম্বার যথাক্রমে লস্কর আনিসুর রহমান, মঞ্জরুল আলম, দিদার শেখ, যুবায়ের মোল্লা, সুজন, উজ্জল হোসেন, দোলেনা বেগম, আফরোজা বেগম,নজরুল ইসলাম, মোঃ স্বপন সিং,উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, রাবু আহমেদ, নজরুল ইসলাম, বায়েজিদ ইসলাম, আনিস, আকাশ, মোঃ শাফিন, চঞ্চল,শান্ত, আলিপ,আবির, রিয়াজ, রাজিব, নইম, মিলন,আব্দুল্লাহ, আল আমিন ও আরিফ।
সভায় প্রধান অতিথি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্র লীগের নেতা কর্মীদের আরও উজ্জীবিত হতে হবে।
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর হাতকে শক্তিশালী করতে নৌকার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।