খুলনা টিভি ডেস্কঃ বরের তথ্য: হাজতি বন্দি: মোঃ রফিকুল ইসলাম বাবু, বয়স-৩৯ বছর, পিতা-মৃত আব্দুল হামিদ মোল্যা, মাতা-মনোয়ারা বেগম, সাং-রায়পাড়া ক্রস রোড, আবুলের ভিটা, থানা-খুলনা সদর, জেলা-খুলনা।
নববধুর তথ্য: ভিকটিম হাজতি বন্দি: সুখমনি (বয়স-১৫+ বছর), পিতা-মৃত গনি মোড়ল, মাতা-মৃত মনি বেগম, সাং-৮৫, রায়পাড়া, কসমস ক্লাবের পাশে, থানা ও জেলা-খুলনা।
সূত্র: মহামান্য সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট বিভাগ, ঢাকা এর ক্রিমিনাল মিস কেস নং-৬৯৯৯/২০২২ এঁর নির্দেশনা মোতাবেক ভিকটিম সুখমনি এবং হাজতি বন্দি মোঃ রফিকুল ইসলাম বাবু এর কারাগারে অন্তরীণ অবস্থায় বিবাহকার্য সম্পাদনের নির্দেশনার প্রেক্ষিতে অদ্য ১০.০৪.২০২২ তারিখ বিকাল ২:৩০ মিনিটের সময় কারাগারের অফিস কক্ষে খুলনা জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে উক্ত বন্দিদ্বয়ের বিবাহকার্য সম্পন্ন করা হয়।
উক্ত বন্দিদ্বয়ের বিবাহকার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার জেল সুপার মোঃ ওমর ফারুক, জেলার মোঃ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মোঃ ফখরউদ্দিন, ডেপুটি জেলার মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, সার্জেন্ট ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পদে নিয়োজিত কারা কর্মকর্তা/কর্মচারীগণ। উল্লেখ্য যে,
উক্ত হাজতি বন্দিদ্বয় খুলনা থানার মামলা নং-১৪, তারিখ-১৪.১২.২০২০, জি আর-৩৪৩/২০২০ মামলায় গত ১৭.১২.২০২০ তারিখ হতে খুলনা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।