এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় দিঘলিয়া দুঃস্থ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন গুদাম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় দিঘলিয়া দুঃস্থ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম সারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জজ কোর্টের আইনজীবী ও যুব ইউনিয়ন খুলনার সভাপতি নিত্যানন্দ ঢালী।
সংস্থার সাধারণ সম্পাদক সোহেল আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, উপদেষ্টা এম. ফরহাদ কাদির, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক এস.এম.শামীম, আসাদুজ্জামান আজিম, হারুন অর রশীদ, মোঃ সেলিম রেজা, সোহরাব হোসেন গেদু, বিশ্বাস রীনা পারভীন, দুঃস্থ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভা শেষে ২০ জন প্রতিবন্ধীর মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।