২০১৮ এর রমজানে নিত্যপণ্যের সঙ্কট হবে না: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি

২০১৮ এর রমজানে নিত্যপণ্যের সঙ্কট হবে না: বাণিজ্যমন্ত্রী

আসন্ন ২০১৮ রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, “রমজানে নিত্যপণ্যের যে চাহিদা আছে তার চেয়ে বেশি আমদানি এরই মধ্যে হয়েছে। পর্যাপ্ত মজুদ থাকায় কোনো ধরনের সঙ্কট সৃষ্টি হবে না, মূল্যও বাড়বে না।

রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দাম বাড়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “সাধারণত ডলারের মৃল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিশ্ব বাজারে পণ্যের দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়ে। কিন্তু এবারের রমজানে এ ধরনের কোনো সঙ্কট হওয়ার সম্ভাবনা নেই।”

আরো পড়ুন:  ওয়ার্নারের দুঃসময়ে মোস্তাফিজ

এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে লাইটারেজ জাহাজ সঙ্কটের কথা তুলে ধরে নিত্য পণ্য পরিবহনে অগ্রাধিকারমূলক জাহাজ সরবরাহের দাবি জানানো হয়। একই সঙ্গে রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনেও রাজধানীতে নিত্যপণ্যবাহী ট্রাক প্রবেশের সুযোগ চাওয়া হয়। অপরদিকে, আগামী কোরবানির ঈদের আগে ট্রাকে ১৩ টনের স্থলে ২০ টন করে পণ্য পরিবহনের সুযোগ চান ব্যবসায়ীরা।

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.