কেশবপুরে আবু বকর আবু হত্যার ন্যায় বিচার দাবী সংগ্রাম পরিষদের আয়োজনে শোক র্যালী অনুষ্ঠিত!
কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু হত্যার ন্যায় বিচার দাবী সংগ্রাম পরিষদের আয়োজনে রবিবার বিকালে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে থানা সংলগ্ন ওয়াপদা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আবু বকর আবু হত্যার ন্যায় বিচার দাবী সংগ্রাম পরিষদের আহবয়ক মজিদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান গাজী, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার নিজাম উদ্দীন, সংগ্রাম পরিষদের উপদেষ্টা এইচ এম কামরুজ্জামান হোসেন, উপদেষ্টা এস আর সাঈদ, মোতাহার হোসাইন, জাকির হোসেন সবুজ, সদস্য রেজাউল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সদস্য হুমায়ুন কবীর সুমন। সমাবেশে বক্তাগণ আবু হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার দাবী করেন।
কেশবপুর (যশোর) প্রতিনিধি