আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় কমিটির অনুমোদন মোসলেহ উদ্দিন বাদশা(সভাপতি), দেওয়ানওমর ফারুক(জেনারেল সেক্রেটারি)
নির্যাতিত , অবহেলিত ও দুর্নীতি পরায়ণ ব্যাক্তি, গোষ্ঠী এবং মানবাধিকার লংঘিত ব্যাক্তিদের সহয়তায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় কমিটির অনুমোদন দিয়েছেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম।
৮ সদস্য বিশিষ্ট এই কমিটি খুলনা বিভাগের ১০ টি জেলা ও ৭২ টি থানায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কমিটি গঠনের অনুমতি পান।
অনুমোদিত কমিটি যথাক্রমে,,,
১। শেখ মোসলেহ উদ্দিন বাদশা (সভাপতি)
২। দেওয়ান ওমর ফারুক (জেনারেল সেক্রেটারি)
৩। এসএম মফিজুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি)
৪। জিএম নুর ইসলাম (সহ-সভাপতি)
৫। ডাঃ আবুল কালাম বাবলা (সমাজ কল্যাণ সম্পাদক)
৬। শ্যামলি বিশ্বাস (কোষাধক্ষ্য)
৭। এসএম জিল্লুর রহমান ( দপ্তর সম্পাদক)
৮। মোঃ সাব্বির হোসেন (আইটি সম্পাদক)
এদিকে অনুমোদিত কমিটিকে সার্বিক সহযোগিতা ও সদয় অবগতির জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে এর অনুলিপি প্রেরণ করা হয়েছে ( বিজ্ঞপ্তি)
স্টাফ রিপোর্ট : মোঃ সাব্বির হোসেন (খুলনা টিভি)