খুলনা টিভি ডেস্ক: ২৫ নভেম্বর ২০২১ তারিখ সময় ১৫.৪৫ ঘটিকায় র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপ-শহর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপ-শহরের বাসা নং-ডি-১৮, সেক্টর-০৭, জনৈক মোঃ নাজিমুদ্দিন এর বাসার গেটের সামনে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ তারিফুল ইসলাম(৩২), পিতা- মোঃ আব্দুর রশিদ, মাতা- সুফিয়া বেগম, সাং-বালিয়া বেকুটিয়া,
মুক্তি মাহমুদ(৩৬), পিতা- এস এম সাইদ , মাতা- আঞ্জু বেগম, সাং- বি -১০, সেক্টর-০৭, নতুন উপ-শহর, উভয় থানা- কোতয়ালী, জেলা-যশোর’দ্বয়কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫০(একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০৫টি সিমকার্ডসহ ০৫টি মোবাইল, ০১টি মোটর সাইকেল ও নগদ ২৫,০০০/- (পশ্চিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতাকৃত আসমীদ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়।