খুলনা টিভি ডেস্ক: ২৫ নভেম্বর ২০২১ তারিখ আনুমানিক ১১.০৫ ঘটিকায় র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পাখিমারা গ্রামস্থ জনৈক আকরাম শেখ এর বসতবাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোছাঃ ঝর্ণা খানম(৪৫), স্বামী-মোঃ আকরাম শেখ, মাতা-খোদেজা বেগম, সাং-পাখিমারা, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল।
মোঃ পলাশ শেখ(২৫), পিতা-মোঃ আকরাম শেখ, মাতা-মোছাঃ ঝর্ণা খানম, সাং-পাখিমারা, থানা-নড়াগাতী, জেলা-নড়াইলদ্বয়’কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ইয়াবা-৫৮৫ পিস মোটরসাইকেল-০১টি ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নড়াইল জেলার নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।
খুলনা টিভি