কেশবপুরে দলিতের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কেশবপুরে দলিতের আয়োজনে ও এ্যাকশন এইডের সহযেগিতায় উপজেলা পর্যায়ে রিফ্লেকশান দলের সদস্যদের এবং স্পন্সর, ননস্পন্সর শিশিদের বার্ষিক ক্রীড়া সৃজনশীল চর্চার উপর প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কুতিক অনুষ্ঠান সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তি লতা দাসের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল মন্ডলের পরিচালনায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, যুব উন্নয়ন অফিসার পুলোক শিকদার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন দলিত উন্নয়ন ফোরামের সভাপতি সুজন দাস, দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার, কোমরপোল সার্কেলের সদস্য লিপিকা দাস, শিশুদের মধ্যে মিনা দাস, মেঘলা দাস প্রমুখ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি- আব্দুস সালাম-