স্টাফ রিপোর্ট : খুলনার পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান সহ আরো একজনের নামে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৪ ধারায় মামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে যাহার নং ৬৫৫/২২ ।
পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের মৃঃ ভোলায় গাজীর পুত্র মোঃ আব্দুল মজিদ গাজীর মামলার বিবরণে জানা যাই যে ঢাকা গাজীপুরের সামনা আক্তার ( ২৫ ) মজিদ গাজীর পুত্রকে স্বামী দাবি করে মজিদের বাড়িতে উঠে বসে ,মজিদ গাজী পুত্রবধূ হিসাবে অস্বীকার করিলে সায়না আক্তার পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান এর স্বরবর্ণ হয়লে ওসি জিয়াউর রহমান মজিদ গাজী কে থানায় ডেকে এনে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষর করিয়া নিয়ে মজিদ গাজীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক সায়না আক্তারকে মজিদ গাজীর বাড়িতে পাঠিয়ে দেন যে কারনে মজিদ গাজী পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৫৫৫/২২ মামলা দাখিল করেন ।
মজিদ গাজী সি আর ৬৫৫/২২ নং মামলায় উল্লেখ করেন যে ওসি জিয়াউর রহমানের পরামর্শে সায়না আক্তার চুরি,ডাকাতি, দস্যতা ,খুন করিতে পারে বা বসত বাড়ি জ্বালিয়ে দিতে পারে , মিথ্যা মামলা দিয়ে মজিদ গাজী ও তার পরিবার ও সংশ্লিষ্টদের হয়রানি করতে পারে বা সায়না আক্তার নিজেই আত্মহত্যার চেষ্টা করতে পারে ।
এবিষ মজিদ গাজীর আইনজীবীর এডভোকেট প্রশান্ত মন্ডল কাছে জানতে চাইলে তিনি জানান সিআর ৫৫৫/২২ ও সিআর ৬৫৫/২২ মামলা দুটি আদেশের জন্য রেখেছেন আদালত ।