জুরাইস ইসলাম মেহেরপুরঃ শুদ্ধাচার চর্চায় বিকল্প নেই এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় শুদ্ধাচার কশৌল বাস্তবাস্তয়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুজনের গাংনী উপজেলা কমিটির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী সিরাজুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।