তেরখাদা প্রতিনিধিঃ আজ সকাল সাড়ে ১০ টার দিকে থানা কমপ্লেক্স ভবনে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে উপলক্ষে এক আলোচনা সভা থানার ওসি তদন্ত মোঃ মাসুম কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( এ- সার্কেল) মোঃ রাজু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা এস এম বদরুল আলম বাদশা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শেখ শারাফাত হোসেন, সাবেক প্রধান শিক্ষক রিপন কুমার সিকদার, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুস সবুর, মোঃ মাকসুদুল আলম মামুন, মোঃ আব্বাস আলী, মোঃ মিসকাত মিনা,ইউপি মেম্বার মোঃ ফরহাদ হোসেন, মোঃ তারিকুল ইসলাম, মোঃ ইকরামুল শেখ,দুলালী বেগম,প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সালাউদ্দিন লাভলু।
সভায় এছাড়া বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,পুলিশের অফিসার, ফোর্স, গণ্যমান্য ব্যক্তি,শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তেরখাদার আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।