মোঃ রহমতুল্লাহ : খুলনা জেলার তেরখাদা উপজেলাতে প্রতিনিয়ত কিছু না কিছু দুর্নীতির খবর যেন এলাকাবাসীর কাছে এখন নিত্য নতুন ঘটনা। দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না তেরখাদাবাসীর।
এরই ধারাবাহিকতায় আবার অভিযোগ উঠেছে যে, তেরখাদা উপজেলাধীন তেরখাদা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামমাঝি গ্রামের কিছু অসহায়, নিরীহ, দিনমুজুর মানুষের নামে বরাদ্ধ কৃত চাল দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে আসছে অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডিলার মোঃ আব্বাস মোল্ল্যা । অভিযোগ কারীরা ,
১. অনলাইন আইডি- ৬৬৪, টুলু, পিতা-রাশেদ, গ্রাম- রামমাঝি।
২.অনলাইন আইডি- ৪৯৮, শুল্কা পাত্র, পিত- তপন, গ্রাম-রামমাঝি।
৩. অনলাইন আইডি- ৪৮৫, জুয়েল খাঁ , পিতা- রাজ্জাক,গ্রাম-পারকালী ।
৪. অনলাইন আইডি-৪৯৮, জিয়ার, পিতা- মোশারেফ, গ্রাম- আটলিয়া ।
৫.অনলাইন আইডি-৪৬৩, শিরিনা, জ- বদির, গ্রাম-রামমাঝি।
বলেন যে, তাদের নামে বরাদ্ধকৃত মাননীয় প্রধান মন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল তাদের নামে অনালাইনে ক্রমিক নম্বর সহ বরাদ্ধ থাকলেও দীর্ঘ ৪/৫ বছর ধরে অত্র ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ডিলার মোঃ আব্বাস মোল্ল্যা সমস্ত চাল আত্মসাৎ করিয়াছে।
এমতঅবস্থায় তারা এই ধরণের দুর্নীতির তদন্ত করে তাদের নামের বরাদ্ধ কৃত চাউল ফেরৎ এবং দুর্নীতির সাথে জড়িত ব্যাক্তির বিচার দাবি করেছেন এছাড়া এলাকাবাসীও তাদের ইউনিয়নে এত বড় দুর্নীতিবাজের যথাযথ শাস্তি/ বিচারের দাবি জানিয়েছেন।