খুলনা জেলা প্রতিনিধি : তেরখাদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এর খবর দৈনিক চৌকস পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানার নির্দেশে ৫ নং তেরখাদা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোফায়েল আহমেদ ক্লাবের জায়গাতে লোক দেখানো ঘর নির্মানের জন্য বালু রেখে যাওয়ার চেষ্টা করলে তাহা এলাকাবাসীর নজরে পড়ে। এলাকাবাসী বাঁধা দিলে ইউপি সদস্য এর লোকজন সেখান থেকে পালিয়ে যায়। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। যাহা তেরখাদা থানায় জনগণের মধ্যে তোলপাড় সৃষ্টি করে এবং বর্তমানে ঘটনাটি এলাকায় একটি প্রধান ঘটনা হিসাবে মানুষের মুখে মুখে শুনা যাচ্ছে। সুশীল সমাজ ও এলাকাবাসীর মন্তব্য এমন দুর্নীতি অতীতে কখনো ঘটেনি। এই দুর্নীতিবাজরা কোন ধরনের কাজ না করে পুরো বরাদ্ধকৃত টাকা আত্মসাৎ করেছে যাহা বর্তমান সরকারের চলমান উন্নয়নকে ব্যাপক ভাবে বাঁধাগ্রস্থ করে চলেছে এবং সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন করা হচ্ছে বলে এলাকাবাসী মন্তব্য করেন। সকল মহল এ ধরণের দুর্নীতি পরায়ণ কর্মকর্তা ও এ ধরণের জনপ্রতিনিধিদের বিচার দাবি করেন। অভিযুক্ত ইউপি সদস্যকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি।