জুরাইস ইসলাম: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে মেম্বর পদপ্রার্থী টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মইনুল হক টুটুল পক্ষের দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই গ্রুপের আহত হয়েছে নারীসহ অন্ততঃ ২০ জন। নিহতরা হচ্ছে- সুলতান হোসেনের ছেলে সাহাদুল ইসলাম(৫৫) ও জাহারুল ইসলাম (৫৭)। আহতদের কে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত সাহাদুলের মেয়ে সুর্বণা জানান, বর্তমান মেম্বর মইনুল হক টুটুলের লোকজন সকালে ভোট চাইতে গেলে আতিয়ার রহমানের লোকজন অতর্কিত হামলা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই ভাই সাহাদুল ও জাহারুল। নিহতরা মইনুল হক টুটুলের সর্মথক ছিলেন। নিহতদের বাড়ি ঘরেও হামলা চালানো হয়। এতে নারীসহ আহত হয় অন্ততঃ ২০ জন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান দুজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।