খুলনা প্রতিনিধি : অধস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় খুলনা জর্জ আদালতের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন খুলনা জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন খুলনা জেলা কমিটির সভাপতি গাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ সেতু ও মোঃ জাকারিয়া শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর থেকেই বিচার বিভাগের একটা অংশ বৈষম্য ও বঞ্চনায় গুমরে কাঁদছে। অধস্তন আদালতের কর্মচারীরা বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ নিয়োগবিধি সংশোধনের দাবীতে সংগঠিত হয়ে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে। অথচ অদ্যবধি কোন দাবি মানা হয়নি।
বরং আমরা অতীতে অধস্তন আদালতে আমাদের চাকুরী বিধিমালার বিভিন্ন বৈষম্য নিরসনের লক্ষ্যে মন্ত্রনালয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়েও বার বার আশাহত হয়ে ফিরে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তনের কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
মানববন্ধন থেকে দুই দফা দাবি তুলে ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রেরণ করা হয়। দাবি সমূহের মধ্যে রয়েছে, অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।