মোঃ জিয়াউদ্দীন নায়েব: খুলনার পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযানে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের রবিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাইকগাছা থানা পুলিশ অভিযান চালায়। এসময় হরিঢালী ইউনিয়নের দেয়াড়া গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করে।
পরে সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়ার জেহের আলীর ছেলে মাহবুর গাজী (৪০), রাড়ুলী ইউপির বোরানপুর গ্রামের মৃত জুনা তাওয়ালীর ছেলে খানজু তাওয়ালী, মকসেদ গাজীর ছেলে সালাম গাজী (৩০) চাঁদখালী ইউপির ফতেপুর গ্রামের জাহান আলীর ছেলে রুহুল আমিন সরদারকে গ্রেফতার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিরা দীর্ঘদিন পালিয়ে ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়। রবিবার সকালে গ্রেফতারকৃতদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।